আপডেট : ২০ October ২০১৮
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের ১৪ দিনের মাথায় শাফিকুল ইসলাম নামের আটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম ধনবাড়ী উপজেলার বিলাশপুর গ্রামের নাজমুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ধনবাড়ী নান্দিনা সড়কের বিলাশপুর কুইচামারা সেতুর নিচ থেকে আটোচালক শফিকুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের সঙ্গে আটোরিকশার চার্জারের তার দিয়ে বাধা অবস্থায় ছিল। ঘটনাটি ১৯ অক্টোবর রাতে ঘটেছে বলে পুলিশের ধারণা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, নিহত যুবকটি মাত্র ১৪ দিন আগে পাশের গোপালপুর উপজেলার নলিন গ্রামে মামাতো বোনকে বিয়ে করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের আগে বলা যাবে না। তবে এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১