আপডেট : ২০ October ২০১৮
নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তফিকুল ইসলাম নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে। নিহত তফিকুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ই এস ডি ও তে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার এনজিও কর্মী তফিকুল মোটরসাইকেল যোগে তার কর্মস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১