আপডেট : ২০ October ২০১৮
আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার বলেছেন, সবার কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তার যেন বেহেশত নসিব হয়। আর তাকে নিয়ে কারও মনে কোনো ক্ষোভ থাকলে মাফ করে দেবেন। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আহনাফ তাজোয়ার আরও বলেন, আমার বাবা হয়তো আপনাদের জন্য সর্বোচ্চটা দিতে পারেননি। কিন্তু তিনি আপনাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। তিনি অনেক করেছেন। আপনাদের কাছে শেষ কথা, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।’ এর আগে, আজ শনিবার বেলা ১১টার দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ তার নিজ গ্রামে পৌঁছায়। এ সময় সঙ্গে ছিলেন আইয়ুব বাচ্চুর পুত্র-কন্যা ও পরিবারের সদস্যরা। বাদ আসর বন্দর নগরীর দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে আইয়ুব বাচ্চুকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১