বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৮

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটুয়াখালীর ইজতেমা

আগুনমুখা নদীর তীরে আয়োজিত জেলা ইজতেমা মাঠ থেকে ছবিটি তোলা হয়েছে ছবি: বাংলাদেশের খবর


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পটুয়াখালীর জেলা ইজতেমা শেষ হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলার রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী তীরে অনুষ্ঠিত এ ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারেফ হোসেন।  হেদায়াতী বয়ান শেষে প্রায় ২০ মিনিটের মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

তাবলিগ জামায়াত আয়োজিত জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য পটুয়াখালীর আটটি উপজেলাসহ দেশ-বিদেশ থেকে তিন দিন আগেই মুসুল্লিরা আসতে শুরু করেন। এছাড়াও আজ শনিবার ফজরের নামাজের পর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহন সংকটের কারণে পায়ে হেঁটে এসে মোনাজাতে শরিক হন। মোনাজাতে হাজার হাজার জনতার ঢল নামে।

এর আগে, ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার ইজতেমা মাঠে জুমার নামাজ আদায় করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদার, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী সদর ইউনিয়ন চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন, ছোটবাইশদিয়া ইউনিয়ন চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান, রাঙ্গাবালী উপজেলা যুবলীগ সভাপতি হুমায়ুন কবির তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, ছাত্রলীগ সভাপতি ওয়ালিদ তালুকদার ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১