আপডেট : ২০ October ২০১৮
সদ্য প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ পৌছেছে তার নিজ গ্রামে। শেষবারের মতো মায়ের কাছে ফিরলেন তিনি। তার মরদেহ বিমানে করে চট্টগ্রামে নেওয়া হয়েছে। এ সময় সঙ্গে ছিলেন আইয়ুব বাচ্চুর পুত্র-কন্যা ও পরিবারের সদস্যরা। চট্টগ্রামে তার জানাজা ও দাফন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মায়ের কবরের পাশে শায়িত হবেন তিনি। চট্টগ্রামের কৃতি সন্তান ও জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামেও ভক্ত-সাংস্কৃতিক কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বাদ আসর বন্দর নগরীর দামপাড়া জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে নামাজে জানাজা হবে। পরে চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে আইয়ুব বাচ্চুকে। আইয়ুব বাচ্চুর প্রতি শোক ও শ্রদ্ধাঞ্জলি জানাতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে খোলা হয়েছে শোকবই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১