বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৮

ল্যাপটপ ক্রয়ে শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন

জোসেফাইট ম্যাথ ম্যানিয়ায় ওয়ালটন স্টলে ল্যাপটপ দেখছেন শিক্ষার্থীরা সংগৃহীত ছবি


ল্যাপটপ ক্রয়ে শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে দেশীয় কম্পিউটার পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সম্প্রতি রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড ‘জোসেফাইট ম্যাথ ম্যানিয়া’ ওয়ালটন ল্যাপটপ স্টলে শিক্ষার্থীদের উদ্দেশে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি জানায়, শিক্ষার্থীরা ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে যেকোনো মডেলের ওয়ালটন ল্যাপটপ মাত্র ২০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে জিরো ইন্টারেস্টে ৩ মাসের কিস্তিতে কিনতে পারবে। বর্তমানে বাজারে রয়েছে ২০ মডেলের ওয়ালটন ল্যাপটপ। দুই বছরের ওয়ারেন্টিসহ যেগুলোর দাম ১৯ হাজার ৯৯০ থেকে ৭৯ হাজার ৯৫০ টাকার মধ্যে। এছাড়া রয়েছে ১৩ মডেলের ওয়ালটন ডেস্কটপ পিসি। ৩ বছরের ওয়ারেন্টিসহ যেগুলোর দাম ২৩ হাজার ৫৫০ থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। দুই মডেলের মনিটরের একটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা। অন্যটির মূল্য ৮ হাজার ৫৫০ টাকা।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ওয়ালটনের রয়েছে ২৬ মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড অপটিক্যাল মাউস। ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ এসব মাউসের দাম ১৯৫ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে। এ ছাড়া ২৪০ থেকে ৯৫০ টাকার মধ্যে আছে ১৫ মডেলের গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড। ওয়ালটন কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারবেন এসব কিবোর্ড। সব ধরনের ওয়ালটনের কিবোর্ডেও রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

এ ছাড়া ওয়ালটনের কম্পিউটার অ্যাক্সেসরিজে রয়েছে বিভিন্ন ধরনের পেন ড্রাইভ। ১৬ জিবি পেন ড্রাইভের মূল্য ৫৭০ টাকা থেকে ৮৯০ টাকার মধ্যে। আর ৩২ জিবির মূল্য ৭৯০ থেকে ১,৩৯০ টাকার মধ্যে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১