বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

মার্কিন সংস্থার জরিপ

২০৪০ সালে দেশের মানুষের গড় আয়ু হবে ৮০ বছর

২০৪০ সাল নাগাদ সারা বিশ্বে মানুষের গড় আয়ু বেড়ে হবে ৮৫ দশমিক ৮ বছর সংগৃহীত ছবি


দেশের মানুষের গড় আয়ু বাড়ছে। আগামীতেও বৃদ্ধির এই ধারা অব্যাহত থেকে ২০৪০ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াবে প্রায় ৮০ বছরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ২০৪০ সালের মধ্যে সারা বিশ্বেই মানুষের আয়ু আরো বাড়বে। ওই সময়ে বিশ্বের মানুষের গড় আয়ু বেড়ে হবে ৮৫ দশমিক ৮ বছর। আর সেই সময়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে হবে ৭৯ দশমিক ৩৪ বছর।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে, দেশের মানুষের গড় আয়ু এখন ৭২ বছর। এক বছর আগে ছিল ৭১ বছর ৭ মাস ৬ দিন। তারও এক বছর আগে ছিল ৭০ বছর ১০ মাস ২৪ দিন। এই ধারাবাহিকতায় মার্কিন সংস্থাটির জরিপ বলছে, আগামী বছরগুলোতে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

জরিপে দেখা গেছে, সে সময় সবচেয়ে বেশিদিন বাঁচবে জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইতালি, ইসরাইল, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং অস্ট্রেলিয়ার মানুষ। তখন তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাড়বে সিরিয়ানদের গড় আয়ু। অন্যদিকে সবচেয়ে কমবে ফিলিস্তিনিদের গড় আয়ু।

জরিপে বলা হয়েছে, রাগ প্রতিরোধে সাফল্য এবং শিশু মৃত্যুর হার কমে আসার ফলেই মানুষের গড় আয়ু বাড়ছে। পক্ষান্তরে উচ্চ রক্তচাপ, বেশি মুটিয়ে যাওয়া, রক্তে সুগারের সংযোজন, নেশা করা, সিগারেট পান ইত্যাদি কারণে মানুষের আয়ু কমবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১