বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

বিশ্বনাথে দু’বাড়িতে ডাকাতি


বিশ্বনাথে একই সময়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটায় সদর ইউনিয়নের পশ্চিম চান্দশিরকাপন ও জাহারগাঁও গ্রামে এ ডাকাতি হয়। ৬-৭ জনের ডাকাতদল ছুবা মিয়ার বাড়ি ও রইছ খাঁর বাড়িতে হানা দিয়ে ৫৮ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ৭টি মোবাইল সেট নিয়ে যায়।

ডাকাতদের মারপিটে গুরুতর আহত গৃহিণী ছায়ারুন বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আজ শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায়, রাত আনুমানিক আড়াইটায় পশ্চিম চান্দশিরকাপন গ্রামে ছুবা মিয়ার বাড়ির প্রধান গেটের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে কেয়ারটেকার ফয়ছল আহমদকে (২০) বেঁধে ও গৃহিণী ছায়ারুন বেগমকে মারধর করে নগদ ৫৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। একই সময়ে জাহারগাঁও গ্রামের রইছ খাঁর বাড়িতে ১০-১২ জনের ডাকাতদল তালা ভেঙে ঘরে ঢুকে তার স্ত্রী রুফিয়া বেগমকে বেঁধে রেখে তিন হাজার টাকা ও তিনটি মোবাইল সেট নিয়ে যায়।

পরিদর্শন শেষে ওসি শামসুদ্দোহা পিপিএম জানান, দুটি ঘটনাই রহস্যজনক। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১