আপডেট : ১৯ October ২০১৮
মূল সিরিজ শুরুর আগে সাভারে বিকেএসপিতে আয়োজিত একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ১৭৮ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে সৌম্য ও বল হাতে এবাদতের অসাধারণ পারফর্মেন্সে আট উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। সকালে বিসিবি একাদশের বোলারদের তোপের মুখে পড়ে মাসাকাদজা বাহিনী। ৭ রান তুলতেই ক্রেইগ এরভিনকে জাকিরের ক্যাচে পরিণত করে পেসার এবাদত হোসেন। এরপর মাসাকাদজার সঙ্গে হাল ধরতে আসেন অভিজ্ঞ টেলর। তবে সাইফুদ্দিন-এবাদতের বলে ফিরে যান টেলর-উইলিয়ামস। দাঁড়াতে পারেন নি সিকান্দার রাজাও। মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তবে, এক প্রান্ত আগলে রেখে লিস্ট এ ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তাকে যোগ্য সঙ্গ দেন চিগুম্বুরা। ৪৭ রান করে সাইফুদ্দিনের ২য় শিকারে পরিণত হন তিনি। এরপর টিকতে পারেন নি মাসাকাদজাও। ফলে ১৭৮ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস। বিসিবি একাদশের হয়ে ৯ ওভার করে ৫ উইকেট নেন এবাদত হোসেন। ছিল ৩টি মেডেন ওভার। আরেক পেসার সাইফউদ্দিন নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই ওপেনার। যদিও প্রথম দিকে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন ওপেনার মিজানুর রহমান এবং ফজলে রাব্বি। তবে ১১ রানেই ভাঙ্গে জুটি। রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে। রাব্বি-সৌম্য মিলে ৫০ রানের কোটা পার করেন বিসিবি একাদশের। এরপরই সিকান্দার রাজার বলে ব্যক্তিগত ১৩ রানে আউট হন রাব্বি। ক্রিজে আসেন মোসাদ্দেক সৈকত। এরপর বিকেএসপির ৪ নম্বর মাঠে স্ট্রোকের ফুলঝুরি ছোটান সৌম্য। তুলে নেন ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। সহজ জয় পায় বিসিবি একাদশ। আগামী ২১ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। স্কোর: জিম্বাবুয়ে ১৭৮/১০ (৪৫.২) মাসাকাদজা ১০২, চিগুম্বুরা ৪৭; এবাদত ১৯/৫, সাইফুদ্দীন ৩২/৩। ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
বাংলাদেশ ১৮১/২ (৩৯) সৌম্য ১০২*, মোসাদ্দেক ৩৩*; রাজা ২১/১।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১