আপডেট : ১৯ October ২০১৮
মডেলিংয়ে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে।। অভিনয় জগতেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন। হ্যাঁ, টালিগঞ্জের অভিনেত্রী রোজা’র কথাই বলছি। চলতি পুজা তার কাছে খুব স্পেশ্যাল। কারণ পুজোর আগেই মুক্তি পেয়েছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হইচই আনলিমিটেড’। এই ছবিতে অভিনয় করেছেন তিনি। ষষ্ঠীর দিন পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকলেও তারপর থেকেই চুটিয়ে আনন্দ করেছেন তিনি। নবমীতেও সেই উচ্ছ্বাস একই রকম। রোজা বলেন, ‘এবার পুজায় প্রথমেই আমার কাছে ইমপর্ট্যান্ট হল হইচই। আমাদের ফিল্ম। সকলে হইহই করে দেখছেন। তারপর হল খাওয়া। সব রকম খাবার খাচ্ছি। আর অনেক সাজগোজ করেছি।’ শুধু সাজ এবং খাওয়া নয়, সুযোগ পেলেই ঢাকের তালে নাচতেও চান রোজা। পুজার শেষ দিনে রোজা বলেন, ‘বড়দের আমার প্রণাম। ছোটদের আমার ভালবাসা।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১