বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

ঢাকা-বরিশাল মহাসড়ক

মাদারীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এএসআইসহ নিহত ২

মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় কালকিনি থানার এএসআই কামরুল ইসলাম নিহত হয় । পরে বিক্ষুব্ধরা বাসটি আটক করে। ছবি : বাংলাদেশের খবর


ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি ও বড়ব্রীজ এলাকায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ ২ জন নিহত ও ২ আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় ও বৃহষ্পবিার রাত সাড়ে ৯ টায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ঢাকা- বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় বরিশালগামী গোল্ডেন পরিবহনের একটি দুরপাল্লার বাস (ঢাকা মেট্রো ভ-১৪-৮৬৮২) সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল কে চাপা দেয়। এতে মোটর সাইকেল আরোহী কালকিনি থানার এ এস আই কামরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা কামরুল ইসলামকে উদ্ধার কওে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে সে মারা যায়।

কালকিনি থানা পুলিশ জানায়, গত কয়েকমাস আগে রাজবাড়ী থেকে কামরুল ইসলাম কালকিনি থানায় এ এস ই পদে যোগদান করেন। গভীর রাত পর্যন্ত পূজার ডিইটি করছিলেন। সকালে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি পার্শ্ববর্তী মুকসূদপুর উপজেলার নওহাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘনার শিকার হয়ে মারা যার। এদিকে কামরুল ইসলামের মৃত্যুতে তাৎক্ষনিক তার সহকর্মীরা রাজৈর হাসপাতালে ছুটে আসেন। এসময় অনেকেই কান্নয় ভেঙ্গে পড়েন। নিহত কামরুল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

এদিকে বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একই সড়কের জেলার রাজৈর উপজেলার মোল্লাকান্দি এলাকায় বাসের চাপায় রাজা মাতুব্বর (২০) নামে এক মটরাসাইকেল চালক নিহত ও অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়াউদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ীর যাওয়ার পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌছালে বরিশাল গামী সুগান্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক রাজা মাতুব্বর মারা যায়। এ সময় মটরসাইকেলে পিছনে থাকা জিয়া মাতুব্বর (২৭) ও মুরাদ মাতুব্বর (২৫) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় মারাত্মক আহতাবস্থায় তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। পরে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত রাজা মাতুব্বর মাদারীপুর সদও উপজেলার গাছবাড়িয়া এলাকার আবুল হোসেন মাতুব্বরের ছেলে।

এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা ঘটনাস্থলে এসে কাউকে আটক করতে পারিনি তবে ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়েছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১