আপডেট : ১৯ October ২০১৮
বৃষ্টিতে একসময় ম্যাচ পণ্ড হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু বৃষ্টি থেমে গেলে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ২১ ওভারে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে খেলা হলো তাই টি-টোয়েন্টি স্টাইলে। ক্যান্ডিতে বুধবার রাতে দ্বিতীয় এই ম্যাচটি সহজেই জিতে নিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক ইয়ুন মরগানের অপরাজিত হাফসেঞ্চুরিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। নির্ধারিত ২১ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে করে ১৫০ রান। এই লক্ষ্য ১৫ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে টপকে যায় ইংলিশরা। জেসন রয়ের ঝড়ো ব্যাটিংয়ের পর মরগানের অসাধারণ ইনিংসে সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পর শুরু হয় ক্যান্ডির দ্বিতীয় ওয়ানডে। টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমা ঝড়ো ব্যাটিংয়ে শুরু করেন ইনিংস। ডিকবেলা ছিলেন বেশি ভয়ঙ্কর। মাত্র ২০ বলে ৮ বাউন্ডারিতে করে যান ৩৬ রান। সামারাবিক্রমা ৩৪ বলে করেন ৩৫ রান। তবে ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিস একেবারেই সুবিধা করতে পারেননি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। থিসারা পেরেরার অবস্থাও একই। অধিনায়ক দিনেশ চান্ডিমাল অবশ্য খেলে যান ৩৪ রানের ইনিংস। মাঝে দাসুন শানাকার ২১ রানের ওপর ভর দিয়ে ১৫০ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। বল হাতে দুর্দান্ত দিন পার করেছেন আদিল রশিদ ও টম কারান। ম্যাচসেরার পুরস্কার জেতা রশিদ ৩৬ রান খরচায় পান ৪ উইকেট। আর কারান ১৭ রানে পান ৩ উইকেট। ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা শুরুতেই জনি বেয়ারস্টোর (৪) উইকেট হারালেও আরেক ওপেনার জেসন রয় ব্যাটে তোলেন ঝড়। মাত্র ২৬ বলে করেন তিনি ৪১ রান। ব্যর্থ হয়েছেন জো রুটও (৮)। তবে দাঁড়িয়ে যান মরগান। চমৎকার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। হার না মানা ৫৮ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ৩৫ রানে অপরাজিত থাকা বেন স্টোকস। লঙ্কান বোলারদের ব্যর্থতার দিনে ২ উইকেট পেয়েছেন আমিলা আপোন্সো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১