বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

শহীদ মিনারে নেয়া হয়েছে কিংবদন্তি বাচ্চুকে

শহীদ মিনারে নেয়া হয়েছে কিংবদন্তি বাচ্চুকে ছবি : সংগৃহীত


সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হবে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি, রকস্টার আইয়ুব বাচ্চুকে।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে মরদেহ।

শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে হবে প্রথম নামাজে জানাজা। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ও ছেলে দেশে ফেরার পর আগামীকাল চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন গুণী এই শিল্পী।

গতকাল আইয়ুব বাচ্চু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুতে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১