আপডেট : ১৯ October ২০১৮
আরব আমিরাতের নতুন ভিসা পদ্ধতি ২১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (এফএআইসি)। এ পদ্ধতিতে আমিরাতে প্রবাসীদের পরিবার, ভিজিটর ভিসাপ্রাপ্তরা ও শিক্ষার্থীরা বিশেষ কিছু সুবিধা পাবে। খবর খালিজ টাইমস। নতুন এই পদ্ধতির আওতায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারী ও তাদের সন্তানরা ভিসার মেয়াদ এক বছর বাড়াতে পারবে। এ ছাড়া যাদের ভিজিট ভিসা আছে তারা দেশ ছাড়ার আগে সর্বোচ্চ দুইবার ৩০ দিন ভিসার মেয়াদ বাড়াতে পারবে। তালাকপ্রাপ্ত নারীরা তালাক কার্যকর হওয়ার দিন থেকে এবং বিধবা নারীরা স্বামীর মৃত্যুর দিন থেকে এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে। এফএআইসির পররাষ্ট্র ও বন্দর বিভাগের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১