আপডেট : ১৯ October ২০১৮
বন্দর নগরী চট্টগ্রামেই জন্ম বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর। ডাক নাম তার রবিন। ছেলেবেলাও কেটেছে এখানে। স্কুল জীবনেই পরিচয় ঘটে গিটারের সঙ্গে। ঝোঁক ছিল ওয়েস্টার্ন মিউজিকের প্রতি। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ক্যাম্পাসে পা রাখার পর গঠন করলেন ব্যান্ড দল ‘গোল্ডেন বয়েজ’। এরপর নানা ঘাট পেরিয়ে হয়ে উঠলেন গিটারের রাজা এলআরবির আইয়ুব বাচ্চু। ভক্তদের কাছে তার পরিচিতি রয়েছে ‘এবি’ হিসেবে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারে তার জন্ম। তিন ভাইয়ের মধ্যে সবার বড় আইয়ুব বাচ্চু। এক ছেলে এক মেয়ের জনক তিনি। জামালখানের সেন্ট মেরিস স্কুল দিয়েই শুরু তার শিক্ষা জীবন। সেখান থেকে সরকারি মুসলিম হাইস্কুলে। বরাবরই ক্লাসে ভালো ফল করতেন। গানের প্রতি তার ঝোঁকের কারণে সপ্তম শ্রেণি পড়াকালেই বাবা গিটার কিনে দেন তাকে। গিটার হাতে পেয়েই বেড়ে যায় তার উৎসাহ। স্কুল জীবন পেরিয়ে কলেজে পা রেখেই গঠন করেন ব্যন্ড দল ‘গোল্ডেন বয়েজ’। বিয়ে, জন্মদিন, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবে এই গোল্ডেন বয়েজ। পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় ‘আগলি বয়েজ’। মাঝখানে চট্টগ্রামের অন্যতম ব্যান্ড দল ‘ফিলিংস’র সঙ্গে দেড় বছর কাজ করেন। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ছেড়ে যোগ দেন ‘সোলস’-এ। একটানা ১০ বছর লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন সেখানে। ১৯৯১ সালে নিজেই গড়ে তোলেন নতুন ব্যান্ড দল ‘এলআরবি’। ১৯৯২ সালে প্রথম অডিও অ্যালবাম ‘এলআরবি’ বের হওয়ার পর ব্যাপক সাড়া পড়ে যায়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক অ্যালবাম প্রকাশ আর দেশ-বিদেশে স্টেজ শো’র মাধ্যমে খ্যাতির শিকড়ে উঠে যান আইয়ুব বাচ্চু। নিজেকে গড়ে তোলেন বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি গিটারিস্ট হিসেবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১