বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

মিষ্টি আলুটির ওজন ৮ কেজি!

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন ছবি : বাংলাদেশের খবর


একটি মিষ্টি আলুর ওজন প্রায় ৮ কেজি অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। দেশের কোথাও এর আগে এত বড় মিষ্টি আলুর খোঁজ মেলেনি। তাক লাগানো এ আলুটি ফলেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেনের ক্ষেতে। এটি এক নজর দেখতে তার বাড়িতে লোকজনের ভিড় লেগে আছে। গত বুধবার জমি থেকে আলুটি ওঠানোর পর এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বেলায়েত হোসেন বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেন। এরই সঙ্গে সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু রোপণ করেন। ৬ মাস পর আলু ওঠাতে গিয়ে দেখেন, একটি আলু অনেক বড়, যার ওজন হয়েছে ৭ কেজি ৭০০ গ্রামের বেশি। আরো কিছু আলু হয়েছে তাও আকারে ছোট।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, বিষয়টি আমি জানি। সাধারণত এক থেকে দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। এত বড় আলু হয় না। এটা অস্বাভাবিক বড় হয়েছে। এর কারণ বৈজ্ঞানিক কর্মকর্তারা ভালো বলতে পারবেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১