বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৮

প্রতারক বরকে বেঁধে রেখে বিপাকে স্ত্রী

প্রতারক বরকে বেঁধে রেখে বিপাকে স্ত্রী প্রতীকী ছবি


ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারিআনিপাড়ায় ‘যৌতুকের’ টাকা হাতিয়ে নেওয়া বরকে বিচারের আশায় বেঁধে রেখে বিপাকে পড়েছেন স্ত্রী। তিন দিন আটকে রাখার পরও (গতকাল বৃহস্পতিবার পর্যন্ত) প্রতারক বরের স্বজনরা না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১ লাখ ৭০ হাজার টাকার দেনমোহরে গত ২৩ সেপ্টেম্বর চারিআনিপাড়ার ওই মেয়ের সঙ্গে বিয়ে হয় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আলী আকবরের (২৫)। বিয়ের তিন দিন পর যৌতুকের ৩৫ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয় বর আকবর। এরপর কৌশলে ডেকে এনে বেঁধে রাখলেও পরের তিন দিন বরের পরিবারের কেউ আসেননি। এ অবস্থায় মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মেয়ের বাবা জানান, বিয়ের পর খোঁজ নিয়ে জানতে পারেন বর আলী আকবর আরো দুটি বিয়ে করেছে। প্রথম স্ত্রী চলে গেলেও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছে সে। এখানে রয়েছে দুটি সন্তান। তার চাহিদার আরো ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার ফাঁদে ফেলে গত মঙ্গলবার বাড়িতে এনে আটকে রাখা হয়। তিনি বলেন, বরের পরিবারের লোকজনকে এসে একটা ফয়সালা করে তাকে ছাড়িয়ে নিতে হবে।

স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম রিপন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। জেনেশুনে বিয়ে দেওয়া উচিত ছিল। এই সর্বনাশের জন্য মেয়ের মা-বাবাই দায়ী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১