বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০১৮

খাসোগি ঘটনায় সৌদি কনস্যুলেটে ফের পুলিশের তল্লাশী

নিহত সাংবাদিক জামাল খাসোগি ছবি : ইন্টারনেট


সাংবাদিক জামাল খাসোগির নিঁখোজের ঘটনা তদন্তের অংশ হিসেবে তুরস্কের একটি তদন্ত দল দ্বিতীয়বারের মত ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে তল্লাশি চালিয়েছে। এএফপির এক প্রতিনিধি একথা জানান। ইস্তাম্বুলের সৌদি কনসাল মোহাম্মদ আল ওতাইবি রিয়াদের উদ্দেশে ইস্তাম্বুল ত্যাগ করার একদিন পর বুধবার তুরস্কের পুলিশ তার বাসভবনে তল্লাশি চালায়। খাসোগি ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন। সৌদি সরকারের সাবেক ঘনিষ্ঠ সহযোগী খাসোগি তার লেখা কলামগুলোতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচনা করতেন। ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে ঢোকার পর থেকে তিনি নিখোঁজ হন। তুর্কি কর্মকর্তারা বলেছেন, খাসোগিকে সেখানে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা যদিও সৌদি আরব এ বিষয়টি নিশ্চিত করেনি।

স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফরেনসিক বিশেষজ্ঞসহ প্রসিকিউটর একদল পুলিশ নিয়ে ওতাইবির বাসভবনে প্রবেশ করেন। তুরস্কের গণমাধ্যম জানায়, খাসোগিকে যখন হত্যা করা হয় তখন ওতাইবি সেখানে ছিলেন। তদন্ত কর্মকর্তারা রাত দেড়টার দিকে ওতাইবির বাসভবন ত্যাগ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১