আপডেট : ১৮ October ২০১৮
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড.আনিসুল হক এম.পি বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক সেটা চায় না। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র থেকে জনগণকে হুশিয়ার থাকতে হবে।’ আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখারে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলমান ছিলো। ছয় বছর ধরে এর বিচার কাজ চলছে। শুধুমাত্র যুক্তি তর্কের জন্যই আড়াই বছর অপেক্ষায় ছিলো। তাই বিনা বিচারে খালেদা জিয়া জেল খাটছে বিএনপি’র এ কথা অমূলক। নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপি’র উসিলা এটি।’ মন্ত্রী গতকাল আখাউড়ায় দিনভর ব্যস্ত সময় কাটান। প্রথমে তিনি আখাউড়া পৌর এলাকার শ্রী শ্রী রাধমাধব আখড়ায় দুর্গা পুজা পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌল্লা, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখড়া কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন। মন্ত্রী পূজা উপলক্ষে ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পরে মন্ত্রী উপজেলার রাণীখারে আগুনে পুড়ে যাওয়া মোতালেব মিয়ার জন্য নির্মাণ করে দেয়া ঘর হস্তান্তর করেন। মন্ত্রী ধরখার এলাকায় গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। মন্ত্রী ধরখারের দুইটি পুজা মন্ডপও পরিদর্শন করেন। তন্তর এলাকায় ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মন্ত্রী। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১