বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০১৮

সচেতনতাই রোধ হতে পারে স্তন ক্যানসার : ডা. আফরিন

ডা. আফরিন সংগৃহীত ছবি


নারীদের সাম্প্রতিক সময়ের রোগগুলোর মধ্যে ব্রেস্ট ক্যানসার বা স্তন ক্যানসার এখন মৃত্যুহার বাড়ার অন্যতম প্রধান কারণ। প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় ব্রেস্ট ক্যানসার সচেতনতা দিবস আর অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস বলে স্বীকৃতি দেওয়া হয়। ‘ব্রেস্ট/স্তন ক্যানসার’ নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যানসারজনিত কারণে মৃত্যুর অন্যতম কারণ এই রোগ। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে টারসিয়ারি কেয়ার হাসপাতালে এখন নারীদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা সর্বাধিক এবং তার পরেই রয়েছে জরায়ু ক্যানসার।

চিকিৎসা পদ্ধতি : সার্জারি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ১. পুরো স্তন কেটে ও অপসারণ করে অপারেশন, ২. পুরো স্তন অপসারণ না করে শুধু ক্যানসার আক্রান্ত স্থান (কোষ, টিস্যু) কেটে ফেলা ও অপারেশন।

সার্জারি : টিউমার ও এর আশপাশের কিছুটা টিস্যু কেটে এই অপারেশন করা হয়। টিউমার আকারে ছোট হলে এটা করা হয়ে থাকে। এই অপারেশনের মাধ্যমে স্তনের লোব, ডাক্ট, ফ্যাট ও টিস্যু, বোঁটা ও আশপাশের অংশ অপসারণ করা হয়। এ ছাড়া আছে সেন্টিনাল নোড বায়োপ্সি, অ্যাক্সিলারি লিম্ফনোড ডিসেকশন আই কেমোথেরাপি। কেমোথেরাপিতে কিছু সাইটো টক্সিক ড্রাগের সাহায্যে ক্যানসার কোষ মেরে ফেলা যায়। যদিও এ অবস্থার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে। এটাকে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বলা হয়। যদি টিউমার বেশি বড় হয়, সেক্ষেত্রে সার্জারির আগে কেমোথেরাপি প্রয়োগ করে টিউমারের সাইজ ছোট করার চেষ্টা করা হয়। এটাকে নিও অ্যাডজুভেন্ট থেরাপি বলা হয়।

ইদানীং উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও রোগীর স্তনের পুরো অংশ সার্জারি না করে শুধু ক্যানসার টিস্যু ও কোষ অপসারণ করার অপারেশন করা হয়। এক্ষেত্রে খরচও কম হয়, পাশাপাশি রোগীর পুরোপুরি ভালো হওয়ার হারও বাড়ছে ইদানীং আধুনিক চিকিৎসা ব্যবস্থার জন্য। তাই স্তন ক্যানসার নির্ণয় হলে ভয় পাবেন না। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অপারেশন ও ওষুধের মাধ্যমে। আশা করছি, আমরা নারীরা সচেতন হব ও পাশের নারীকেও সচেতন করব। কারণ একটু সচেতনতা ও সতর্কতাই পারে নারীদের নিরাপদ রাখতে। পারে অকাল মৃত্যু ঠেকাতে।

লেখক : সার্জারি কনসালটেন্ট, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১