আপডেট : ১৮ October ২০১৮
বিষয়টা অনেকটা নিশ্চিত, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য স্বাগতিক দলের অধিনায়ক হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এমনটা আগে ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সেটা আরো নিশ্চিত করে দিলেন তিনি। এখন বিসিবির ঘোষণাটাই বাকি। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে দলে নেই। অভিজ্ঞতার বিচারে মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের নামই চলে আসে। টেস্টে মুশফিক এখন পর্যন্ত বাংলাদেশের সফলতম অধিনায়ক। তবে যেহেতু মাহমুদউল্লাহর নাম বলে দিয়েছেন বিসিবি সভাপতি, সেহেতু আর কোনো কথা নেই। তিনি বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহই। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের হাতে দুটি পছন্দ- মুশফিক আর রিয়াদ। মুশফিক পছন্দ হিসেবে খারাপ নয়। ক্রিকেট অপারেশনস কমিটি আমাকে মুশফিকের নাম বলেছে। তবে আমি তাদের বলি, যদি মুশফিককে অধিনায়ক করা হয়, তবে তাকে অধিনায়ক রাখতে হবে। জিম্বাবুয়ে সিরিজে তাকে নেতৃত্ব দেওয়া হলো, পরে সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরল, তখন কী হবে? আমি কি আবারো মুশফিককে নেতৃত্ব ছাড়তে বলব? এটা তো তার প্রতি অসম্মান হবে, আমি এটা চাই না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১