আপডেট : ১৭ October ২০১৮
জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক যে স্পেস সেটা ক্রমেই সংকচিত করে ফেলেছে সরকার। এখন আর কিছু অবশিষ্ট নেই বললেই চলে। বর্তমান আওয়ামী সরকার দেশের মানুষের যে অধিকারগুলোকে হরণ করেছে তা জনগণকে ফিরিয়ে দিতে ঐক্যফ্রন্ট কাজ করছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরসহ জেলার বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তিকে নষ্ট করতে বর্তমান ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে ফাঁসাতে আদালতকে ব্যবহার করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনসহ পার্লামেন্ট ভেঙে দিতে হবে। দেশবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জগতের সব অন্যায়-অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে যেমন দেবী দুর্গা সংগ্রাম করেছেন এবং অসুরকে বধ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সব অন্যায়-অত্যাচার যেন পরাজিত হয় এবং শুভবুদ্ধির ও সত্যের যেন জয় হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়ের প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১