আপডেট : ১৭ October ২০১৮
একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর। এ বিষয়ে এক বিবৃতিতে এম জে আকবর বলেন, “আমি যখন ব্যক্তিগতভাবে আদালতে বিচার পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখনই মনে হয়েছে আমার পদত্যাগ করা উচিত এবং আমরা বিরুদ্ধে তোলা অভিযোগের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে লড়াই করা উচিত।” এর আগে, যৌন হয়রানির অভিযোগে ওঠার পর পদত্যাগের দাবি উঠলে তা নাকচ করে দিয়েছিলেন এম জে আকবর। গত সোমবার তিনি অভিযোগকারী নারী সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলাও করেন। মামলার এজাহারে বলা হয়, প্রিয়া তার সুনাম নষ্ট করার জন্য ভেবেচিন্তে ইচ্ছাকৃতভাবে মানহানিকর সম্পূর্ণ মিথ্যা এই অপপ্রচার চালিয়েছেন। গত রোববার তিনি ঘোষণা দিয়েছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের ব্যাপারে আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। ভারতজুড়ে সাড়া ফেলা ‘মি টু’ আন্দোলনের হাত ধরে গত কয়েক দিনে আকবরের বিরুদ্ধে একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ তোলেন। তার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছেন তাদের অধিকাংশই নারী সাংবাদিক। অভিযোগকারীরা বলছেন, মন্ত্রী হওয়ার আগে আকবর যখন সাংবাদিক ছিলেন তখন তিনি অনেক নারীকে যৌন হয়রানি করেছেন। দ্য টেলিগ্রাফ এবং দ্য এশিয়া এইজেসের মতো নামিদামি পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ৮ অক্টোবর প্রিয়া রামানি নামের এক নারী সাংবাদিক প্রথম তার বিরুদ্ধে মুখ খোলেন। রামানি অভিযোগ করে বলেন, আকবরের যৌন হয়রানির বিষয়টি তিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মূলত এরপরই প্রেরণা সিং বিন্দ্রা, ঘাজালা ওয়াহাব, সুতপা পাল, অঞ্জু ভারতী, সুপর্ণা শর্মা, সুমা রাহা, মালিলি ভুপতা, কনিকা ঘালৌত ছাড়াও অনেক নারী আকবরের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১