আপডেট : ১৭ October ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দূর্গা মন্দির পরিদর্শন করলেন বর্তমান সাংসদ মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস ও এমপি মনোনয়ন প্রত্যাশী ডাঃ আশরাফুল ইসলাম চুনু। গতকাল বুধবার বেলা ১১টায় এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস নাচোল পৌর এলাকার কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ উপজেলার অন্যান্য পুজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদ, নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, নেজামপুর ইউনিয়ন সভাপতি আহাম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, মন্দির কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন সাহা, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা অওয়ামীলীগের সভাপতি রঞ্জনা রানী। অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এমপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল ইসলাম চুনু দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ উপজেলার ১২টি পুজা মন্ডপ পরিদর্শন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১