আপডেট : ১৭ October ২০১৮
নরসিংদীর মাধবদী নিলুফা ভিলা থেকে দুই জঙ্গির আত্মসমর্পণ করেছে।এর আগে দুদিন ধরে ঘিরে রাখে জঙ্গি আস্তানা নিলুফা ভিলা। দুপুর ২টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে জঙ্গিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বাড়িটি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। টানা ৪০ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় জঙ্গিরা আত্মসমর্পণ করলো। এর আগে নিলুফা ভিলায় জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, জঙ্গিদেরও আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছি। দফায় দফায় তাদের নিগোশিয়েশনের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। নিগোশিয়েশনে দক্ষ এমন একটি দক্ষ টিম ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে জঙ্গিদের সংলাপে নিয়ে আসা যায়। নানাভাবে অভয় দেয়া হলেও তারা সংলাপে আসছে না। আমরা একটি রক্তপাতহীন অভিযান চালাতে চাই। যখন কোনও উপায়ন্তর থাকবে না, তখনই কেবল অভিযান শুরু হবে। এদিকে, চারপাশ থেকে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। ভবনটির ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইতোমধ্যে বাড়ির গ্যাস ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মহল্লার কাউকে বাড়ির বাইরে বের না হতে এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এই এলাকার সকল দোকানপাটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১