বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

বর্তমান সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে : পাট ও বস্ত্রমন্ত্রী

মঙ্গলবার রাতে মন্দা উপজেলঅর বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। ছবি : বাংলাদেশের খবর


পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, বর্তমান সরকার সারা দেশে মন্দির, মসজিদ, শ্বশান, ঈদগাহসহ ব্যাপক উন্নয়ন করেছে। যা বিগত সরকারের আমলে কোন উন্নয়ন হয় নাই। উন্নয়ন হয়েছে নিজেদের ভাগ্যের। জনগনের কোন উন্নয়ন হয় নাই। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

মঙ্গলবার রাতে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন পুজা মণ্ডব পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। শারদীয় দূর্গাপুজায় সবাই যেন শান্তিপূর্ন ভাবে উদযাপন করতে পারে সেজন্য সকলের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশকিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, মান্দা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১