বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

নাটোরে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে অবরোধ

নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বুধবার শহরের বড়হরিশপুর বাইপাসে মহাসড়ক অবরোধ ছবি : বাংলাদেশের খবর


মুক্তিযোদ্ধাদের কোটা পুর্নবহাল ও সাংবিধানিক স্বীকৃতির দাবীতে নাটোরে মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসক বরাবার স্বারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা।

নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বুধবার শহরের বড়হরিশপুর বাইপাসে মহাসড়ক অবরোধ করে তারা। এসময় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাদের সড়িয়ে দেয়।

এ সময় তারা বড় হরিশপুর বাইপাস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্য্যলয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক বরাবার একটি স্বারকলিপি প্রদান করেন তারা।

এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাটোর জেলা শাখার আহবায়ক ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের কোটা পুর্নবহালের দাবী জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১