বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

গুরুদাসপুর পৌর শহর এখন বেওয়ারিশ কুকুরের দখলে

গুরুদাসপুরে বেওয়ারিশ কুকুর এভাবেই দল বেঁধে সড়ক দখল করে থাকে। ছবিটি বুধবার পৌর শহরের চাঁচকৈড় কাচাড়ীপাড়া এলাকা থেকে তোলা ছবি : বাংলাদেশের খবর


নাটোরের গুরুদাসপুর পৌর শহর এখন বেওয়ারিশ কুকুরের দখলে। এসব বেওয়ারিশ কুকুর পৌর শহরের বিভিন্ন সড়ক পাড়া-মহল্লার ওলি-গলিতে দল বেঁধে দাপিয়ে বেড়াচ্ছে। একারনে নাগরিক বিড়ম্বনা বেড়েছে। কিন্ত কুকুর নিধনে যথাযথ উদ্যোগ নিচ্ছে না পৌরসভা কর্তপক্ষ।

গত বছরের চেয়ে এবছর কুকুরের সংখ্যা কয়েকগুন বেড়েছে। গুরুদাসপুর পৌর শহরের নাগরিক আজাহার আলী, আদম আলী, জনি পারভেজ, আশিক বিল্লাহ, ফারুক হোসেনসহ অন্তপক্ষে ২০জন জানিয়েছেন, এসব কুকুরগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত দল বেঁধে পৌর শহরের বিভিন্ন সড়কসহ পাড়া-মহল্লার ওলি-গলিতে ঘুরে বেড়ায়। আবার দল বেঁধে সড়ক জুড়ে শুয়ে বসে থাকে। এছাড়াও চলতি পথে নানা বয়সী মানুষের ওপর কোন কোন কুকুর চড়াও হচ্ছে। আবার কখনো কখনো রিকসা-ভ্যান মোটরসাইকেল,অটোরিকসার চাকার পিষ্ঠ হয়ে ক্ষিপ্ত হয়। কেউ বাজারের ব্যাগ নিয়ে যাওয়ার সময় এসব কুকুরের রোষানলে পড়ে।

গুরুদাসপুর পৌর সভার মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, তাঁর দপ্তরে কুকুর নিধনের জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। একারনে অভিযান বন্ধ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১