বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

আত্মসমর্পণের চেষ্টা চলছে মাধবদীর 'জঙ্গিদের'

নিলুফা ভিলায় অভিযানের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী ছবি : সংগৃহীত


নরসিংদীর মাধবদীর নিলুফা ভিলায় জঙ্গিদের আত্মসমর্পণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

বুধবার বেলা সাড়ে ১১টায় সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জঙ্গিদেরও আত্মসমর্পণ করানোর চেষ্টা করেছি। দফায় দফায় তাদের নিগোশিয়েশনের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

মনিরুল বলেন, নিগোশিয়েশনে দক্ষ এমন একটি দক্ষ টিম ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে জঙ্গিদের সংলাপে নিয়ে আসা যায়। নানাভাবে অভয় দেয়া হলেও তারা সংলাপে আসছে না।

তিনি বলেন, আমরা একটি রক্তপাতহীন অভিযান চালাতে চাই। যখন কোনও উপায়ন্তর থাকবে না, তখনই কেবল অভিযান শুরু হবে।

মনিরুল বলেন, অন্তত দুই জঙ্গি সেখানে রয়েছে। যাদের কাছে বিস্ফোরক আছে। ধারণা করা হচ্ছে নিলুফা ভিলায় দুই জঙ্গিই নারী।

এদিকে, ‘নিলুফা ভিলা’ নামের সাত তলা বাড়িটির আশপাশের ১০০ মিটার এলাকায় বুধবার সকালে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার নরসিংদীর শেখের চর এলাকায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ চালানো হয়। অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১