আপডেট : ১৭ October ২০১৮
আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট আসর। এই বিশ্বকাপের ট্রফি বিভিন্ন দেশ ঘুরে আজ বুধবার বাংলাদেশে আসছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে ট্রফিটি। ঢাকায় পৌঁছার পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াসে বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে এটা। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের। তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। একই সময়ে হয়তো মিডিয়ার মানুষজনেরও ট্রফি দেখার ও ফটোসেশন করার সুযোগটা হয়ে যাবে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে। গত ২৭ আগস্ট শুরু হয় বিশ্বকাপের ট্রফি ট্যুর। প্রথম গন্তব্য ছিল ওমানের রাজধানী মাসকট। আগামী বছরের মে মাসে বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ঘুরবে ট্রফিটি। বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে। পাঁচটি উপমহাদেশের ২১টি দেশের মোট ৬০টি শহরে ঘোরার কথা ট্রফিটির। এর মধ্যে রয়েছে ফুটবলের জনপ্রিয় দেশ জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্স। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বার্বাডোজ সফর করবে এটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১