বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

মিনারের কথা-সুরে কমলিকার ‘কবে আবার’


‘চোখ ভেজা ভেজা/ঘুম ভাঙ্গা ভাঙ্গা/দূরের ওই আকাশ একাকী দেখো কাঁদছে নীরবে/মন দোটানায়, হূদয় কোন ঠিকানায়, তোমার আমার পৃথিবী কেন মিশেছে অজানায়/কবে আবার দেখব তোমায় জানি না/কবে আবার হাসব দুজনে জানি না’- মিনার রহমানের কথা ও সুরে কমলিকা চক্রবর্তীর গাওয়া ‘কবে আবার’ গানের মুখ এটি।

পূজা উপলক্ষে গানটির ভিডিও প্রকাশ করেছে গানচিল মিউজিক। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন এফএ ইভান। গানটি প্রসঙ্গে মিনার রহমান বলেন, ‘কমলিকা চক্রবর্তী খুব ভালো গান করেন। গানের গলা শুনে সার্বিক দিক বিবেচনা করেই গানটির ভিডিও। সেই গানের গল্পের ওপর বেজ করে ভিডিওটি বানানো হয়েছে। প্রজেক্টটি পূজা উপলক্ষে ভক্তদের জন্য আমাদের উপহার। আশা করি সবাই পছন্দ করবেন।’

কমলিকা চক্রবর্তী বলেন, ‘গানের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। মিনারের কথা ও সুর আমার খুব ভালো লাগে। ইচ্ছা ছিল তার সঙ্গে একটি কাজ করার। অবশেষে সেই ইচ্ছাটি পূরণ হয়েছে। কেমন গেয়েছি সেটা শ্রোতারাই বলবেন। তবে গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১