আপডেট : ১৭ October ২০১৮
মি টু নিয়ে বলিউডে মাতামাতি যেন থামছেই না। পর পর মুখ খুলছেন অভিনেত্রীরা। তাতে আগুন আরো বেড়েই চলেছে। এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন চিত্রাঙ্গদা সিং। গণমাধ্যমকে জানিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতার কথা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, তনুশ্রী দত্তের মতোই অভিজ্ঞতা হয়েছিল চিত্রাঙ্গদার। একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। চিত্রাঙ্গদা বলেন, ২০১৬ সালে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিতে অভিনয় করার কথা ছিল আমার। ছবির পরিচালক কুশান নন্দী শাড়ি খুলে একটি দৃশ্যে অভিনয় করার কথা বলেছিলেন। নওয়াজ উদ্দিন সিদ্দিকীর সঙ্গে খুব অন্তরঙ্গ ছিল দৃশ্যটি। সে দৃশ্যে অভিনয় করতে একেবারেই প্রস্তুত ছিলাম না আমি। পরিচালকও দৃশ্যটি বাদ দিতে রাজি ছিলেন না। আমি কান্নাকাটি করেছি। তাও কুশান আমাকে জোর করেছে। শেষে আমি মেকআপ ভ্যানে চলে যাই। এসব দেখেও চুপ ছিলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী এমনটা জানিয়ে চিত্রাঙ্গদা আরো বলেন, ‘পুরো সময়টা তিনি নীরব দর্শকের মতো বসে ছিলেন।’ পরে এ ছবি থেকে বাদ পড়েন চিত্রাঙ্গদা। ওই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে না চাওয়ায় রাতারাতি তাকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে এ ছবিতে অভিনয় করেছিলেন বিদিতা বাগ। চিত্রাঙ্গদা মনে করেন, কাজের জায়গায় এ ধরনের ঘটনা কারোরই কাম্য নয়। এসব এড়িয়ে যেতে সব মহিলার একজোট হওয়া উচিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১