বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০১৮

কমলগঞ্জে ফলদ বৃক্ষমেলা


‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৮ উদ্বোধন করা হয়।  প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা শামছুদ্দীন আহমদ, বিআরডিবি চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশীদ ভূঁঞা, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আশিদ আলী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১