আপডেট : ১৭ October ২০১৮
অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দুর্নীতি দমন কমিশনও (দুদক) থাকবে না। সাংবাদিকরা তথ্য না দিলে দুদক, সমাজ কিংবা রাষ্ট্রও চলবে না বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ডিজিটাল আইনকে ভয় না পেয়ে সাংবাদিকদের সত্য প্রকাশেরও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুসন্ধানমূলক সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) এবং পিআইবি যৌথভাবে তিন দিনের এ কর্মশালার আয়োজন করে। বক্তৃতা শেষে ইকবাল মাহমুদ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। দুদক চেয়ারম্যান বলেন, ডিজিটাল আইন সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। দুদকের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আপনারা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন। দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে। কোনো প্রতিবেদনের জন্য দুদকের পক্ষ থেকে কোনো মামলা-টামলা হবে না। এখন পর্যন্ত কোনো প্রতিবেদনের জন্য দুদকের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়নি। অনুসন্ধান করবেন, আপনাদের কোনো ভয় নেই। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ করবেন। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ না করেন, আমি নিজেকে সংশোধন করতে পারব না। আপনারা প্রশ্ন করবেন, সব প্রশ্নের উত্তর হয়তো আমি দেব না, দিতেও পারব না। তবে কিছু প্রশ্নের উত্তর দেব। সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, কোনো আইনের কারণে সাংবাদিকতা থেমে থাকেনি। আইন করে ভালো কাজ আটকানো যাবে না। কাজেই আইন নিয়ে ভীত হওয়ার কারণ নেই। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। র্যাকের পক্ষে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মিজান মালিক প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১