বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হবে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে সাম্প্রদায়িক ও অশুভ শক্তি পরাজিত হবে।

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘দেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিদ্যমান থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবে, এমন ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব। সাম্প্রদায়িক ও অশুভ শক্তিকে পরাজিত করতে হবে।’

দুর্গাপূজা আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় তাদের পাশে থাকে। তিনি আরো বলেন, সম্প্রতি বিএনপি ও অন্যান্য কিছুৃ দল নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নামে জোট শিগগির ব্যর্থ হবে। কারণ, এটি একটি দুর্বল ঐক্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অসীম কুমার সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এসময় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১