আপডেট : ১৬ October ২০১৮
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মুদাফ্ফরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে ব্যয় হবে ২৪ কোটি ১২ লাখ টাকা। আজ মঙ্গলবার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকায় আমরা বহু উন্নয়ন কাজ করেছি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য- হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু নির্মাণ। এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার অনেক ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই এসব কাজ করা সম্ভব হয়েছে। তাই এই এলাকায় আরো উন্নয়ন কাজ করার জন্য আপনারা শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহবান জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদুল কবির বাহাদুর, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ও উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১