আপডেট : ১৬ October ২০১৮
যশোরে মাতালের লাথিতে ব্যবসায়ী হাসানুজ্জামান মারা গেছেন। তিনি আমদানী ও রপ্তানিকারক ছিলেন। বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত হাজী সামসুর রহমানের ছেলে। হাসানুজ্জামানের ছেলে আলিফুজ্জামান জানান, তার পিতা হাসানুজ্জামান সোমবার রাত ১০টার দিকে বেনাপোল থেকে বাড়ি ফিরছিলেন। সাদীপুর মোড়ে স্থানীয়চায়ের দোকানদার কেমাতাল মোক্তার, আক্তার ও সুমন মারতে থাকলে তিনি তাদেরকে ঠেকাতেযান। আক্তার এসময় হাসানুজ্জামানের পেঠে কয়েকটা লাথি মারে। এতে সে অসুস্ত্য হয়ে পড়লে তিনি দ্রুত বাড়িতে যান। অবস্থা খারাপ হলে তাকে রাতসাড়ে ১১টার দিকে বেনাপোলের রজনী ক্লিনিকে নিয়ে যায়। ডাক্তার তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। ওই রাতেই তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে রওনাদিলে যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছায় আসলে তার মৃত্যু হয়। সেখান থেকে রজনী ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার সকালে বেনাপোল থানার এসআই মনির হোসেন লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এস আই মনির হোসেন জানান, নেশাখোর মোক্তার, আক্তার ও সুমনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১