বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবাবের ৩ জন নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবাবের ৩ জন নিহত ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের ৩জন নিহত হয়েছেন । এ ঘটনায় ৫জন আহত হয় ।

মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, জয়পুরহাটের নিরঞ্জন (৩০), তার স্ত্রী সাগরি (২৫) এবং তাদের মেয়ে স্বর্না (৭) ।

গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইফতেখারুল জানায়, মঙ্গলবার ভোর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি টাইলস বোঝাই ট্রাক মহাসড়কের উপজেলার শুভুল্যা নামক স্থানে পৌছলে চালক হঠাৎ ট্রাকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ট্রাকের ছাদে যাত্রী হিসেবে থাকা তিন জন টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও একটি মেয়ে শিশু রয়েছে।

এই ঘটনায় আহত আরও ৫ জনকে মির্জাপুর কুমুদিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১