বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

ব্লকচেইন প্রযুক্তি স্মার্টফোন আনছে এইচটিসি

ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন ছবি : ইন্টারনেট


কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে কাজ করছে এইচটিসি। এবার জানা গেল ‘এক্সোডাস’ নামের এ স্মার্টফোনটি এ মাসেই বাজারে আসতে পারে।

স্মার্টফোনটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা শুধু এ ফোনের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছেন এবং সেখানে দুটি টিজারও প্রকাশ করেছেন তারা। এসব টিজারে স্মার্টফোনটির ফিচারের বিষয়ে কিছু জানানো না হলেও এ মাসের ২২ তারিখে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির ভার্চুয়াল রিয়েলিটি বিভাগের অন্যতম প্রধান ফিল চেনকে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

স্মার্টফোনটির বিষয়ে এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এতে থাকবে একটি ইউনিভার্সাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সির জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১