বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

দুদকের ঝটিকা অভিযান

মা ও শিশু হাসপাতালের  দুর্নীতি উদ্ঘাটন

লোগো দুর্নীতি দমন কমিশন


দুদকের হটলাইনে আসা অভিযোগের ভিত্তিতে রাজধানীর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ২৫ কোটি টাকার দুর্নীতি উদঘাটন করা হয়েছে।

গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিমের এক ঝটিকা অভিযানে বিষয়টি জানা যায়। দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেনিংয়ের যন্ত্রপাতি না কিনে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ করে রাজধানীর মোহাম্মদপুরে ‘আওরঙ্গজেব’ রোডে অবস্থিত ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) আসা অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সাত সদস্যের টিম এ ‘অভিযান’ চালায়।

তথ্য-প্রমাণসহ দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দুদক এটি অনুসন্ধানের অনুমোদন দেয়। কিন্তু মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কাউকে গ্রেফতার কিংবা রেকর্ডপত্রও সংগ্রহ করা হয়নি।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনিরুজ্জামানসহ একটি সিন্ডিকেট স্বাক্ষর জাল করে যন্ত্রপাতি ক্রয় না করে ট্রেনিং সংক্রান্ত যন্ত্রপাতি বাবদ ২০ থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে। দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান, সালাহউদ্দিন আহমেদ ও উপসহকারী পরিচালক সাইফুল ইসলামসহ সাত সদস্যের সমন্বয়ে গঠন করা হয় এ টিম।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১