বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

নির্বাচনের আগে জেএসসি-জেডিসি

পরীক্ষা আয়োজনে কঠোর মন্ত্রণালয়

নির্বাচনের আগে জেএসসি-জেডিসি প্রতীকী ছবি


আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার কেন্দ্রের সামনে পরীক্ষা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত অভিভাবকরা দলবেঁধে অবস্থান করতে পারবেন না। এ ছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫ সদস্যের পরীক্ষা কমিটি পাঁচ সদস্য করা হয়েছে। ঢাকা শহরে কোনো ভাড়া-বাড়ি কিংবা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে এবার কোনো পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়নি। পরীক্ষা কেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হবে, তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারি করে প্রশ্ন সেট নির্বাচন করে তা জানিয়ে দেওয়া হবে।

গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্তভাবে আয়োজন করতে জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এ ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে পালনের জন্য পুলিশের পক্ষ থেকে আরো ১৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আন্তঃমন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখেরও কিছু বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। নির্বাচনের প্রাক্কালে এবারের পরীক্ষা দুটি হওয়ায় বেশ কিছু কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়েছে।

সভায় উপস্থিত পুলিশ সদর দফতরের প্রতিনিধি অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মনিরুজ্জামান বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পুলিশ সদর দফতর থেকে ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা ধরে পুলিশ কাজ করছে। নির্বাচনের আগে পরীক্ষা হওয়ায় সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন গুজব ছড়ানো হতে পারে। আমরা এসব গুজব মোকাবেলার জন্য সতর্ক থাকব।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শেখ নাজমুল আলম বলেন, পরীক্ষার আগে অবশ্যই কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কারণ এই কোচিং সেন্টারগুলো থেকেই প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হয়। এ ছাড়া ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো প্রশ্নই আপলোড করা যাবে না বলে তিনি জানান। জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে মহানগর পুলিশের ছয়টি টিম কাজ করছে বলে তিনি জানান।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেছেন, পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করা এলাকায় যাতে কোনো প্রকার জটলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, নির্বাচন সামনে থাকায় আমরা চিন্তিত এবং অধিকতর সচেতনতা অবলম্বন করেছি। নির্বাচন সামনে রেখে অনেকেই প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করবে। আপনারা দেখেছেন গতবারও ছোট্ট বিষয় নিয়ে বড় ধরনের পরিস্থিতি অবনতির চেষ্টা করা হয়েছিল। সুযোগ-সন্ধানীরা কোনো ঘটনাকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তিনি বলেন, আপনারা কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছেন। এমনভাবে পরিস্থিতির উদ্ভব ঘটানো হয়, তাৎক্ষণিকভাবে আমাদের কিছু করার থাকে না। কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া বাজেভাবে উপস্থাপনের চেষ্টা করেছে। সাধারণ মানুষ তা বিশ্বাস করেছে। এসব বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে। গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে সব প্রশ্ন সেট পাঠানো হবে। তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রতি জেলায় কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করা হবে। এতে করে আর প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে না। তিনি বলেন, এবার গুজব করে কেউ পার পাবে না, অভিভাবকদেরও শাস্তির মুখোমুখি হতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময় কেবল কেন্দ্র সচিব ক্যামেরা ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন। তবে পরীক্ষা কক্ষে মোবাইল ফোনসহ প্রবেশ করতে পারবেন না। প্রতিষ্ঠান প্রধান/শিক্ষকরা কোনোভাবে পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে তার/তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হতে পারে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১