বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৮

শেষ হলো ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’

‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’ এর লোগো সংগৃহীত ছবি


শেষ হয়েছে ১১ দিনব্যাপী চলা ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়েছে উৎসবের সমাপনী পর্ব। শেষ দিনে মূল হলে মঞ্চস্থ হয়েছে থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’, পরীক্ষণ হলে ভিশন থিয়েটারের ‘নৈশভোজ’ এবং স্টুডিও থিয়েটার হলে রঙ্গপীঠের ‘মহেষ’।

এবারের উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হলে ভারতের ৪টি, ঢাকার ২৪টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ মোট ৩০টি নাট্যদলের মঞ্চনাটক এবং উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৬৪টি সংগঠন এর শিশুদের পরিবেশনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথ নাটক, যাত্রাপালার পাঠ, একক আবৃত্তি ও একক সঙ্গীত পরিবেশিত হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রায় ২৫০০ শিল্পী।

সংস্কৃতির সব ক্ষেত্রের সহযোদ্ধা সংগঠকদের সদস্যদের আর অগণিত সম্মানিত দর্শকদের নিত্য পদচারণায় ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’ মুখরিত হয়েছিল জাতীয় নাট্যশালার প্রাঙ্গণ থেকে মিলনায়তন পর্যন্ত। আগামীতে আরো বৃহদাকারে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব আয়োজনের স্বপ্ন বাঁচিয়ে রেখে, নতুন দর্শক তৈরির প্রত্যয় নিয়ে শেষ হয় ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৮’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১