আপডেট : ১৫ October ২০১৮
টেকনাফে ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার রাতে টেকনাফ থানার অন্তর্গত টেকনাফ বন্দরের সাইরনখাল এলাকা থেকে সেগুলো জব্দ করেন কোস্টগার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশনের সদস্যরা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। আজ সোমবার কোস্টগার্ড সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে সাইরনখাল এলাকায় একটি ডিঙি নৌকাকে থামার সঙ্কেত দেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু নৌকাটি না থেমে একটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১