আপডেট : ১৫ October ২০১৮
মালয়েশিয়ার কুয়ালালামপুরে নির্মাণাধীন ৪২ তলা ভবন থেকে পড়ে আজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবদুল গণির ছেলে। গত রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন জানান, আজহারুল ৩ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড়। বিয়ের পর সংসারের অবস্থা পরিবর্তনের আশায় ছয় বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। তার ৭ বছর বয়সী একটি ছেলে রয়েছে। ঘটনার দিন তিনি ভবনের ১৪ তলায় থাই গ্লাস লাগাতে ওঠেন। কিন্তু কোমরে সেফটিবেল্ট লাগাতে ভুলে যান। এ সময় অসাবধানতাবশত ভবন থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১