বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

যৌতুকের জন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

খাগড়াছড়িতে স্বামীর মৃত্যুদণ্ড


খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমানের বাড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায়। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ মামলার অন্য আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর আগে সালমার জবানবন্দি ও ৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে মিজানুর দোষী সাব্যস্ত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডিত করেন। মামলার অন্য ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রোল ঠেলে গৃহবধূ সালমা আক্তারকে (২১) দগ্ধ করে স্বামী মিজানুর রহমান। ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষতে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈতৃক বাড়িতে মারা যান সালমা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১