আপডেট : ১৫ October ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা রায় ফের পিছিয়ে গেছে। আজ সোমবার ভারতের মেঘালয়ের শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খার শিংয়ের আদালত আগামী ৯ নভেম্বর রায়ের নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর রায়ের তারিখ থাকলেও বিচারক তা পিছিয়ে ১৫ অক্টোবর নতুন তারিখ ঠিক করেছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেফতার করে সালাউদ্দিনকে। তার বিরুদ্ধে ভাকতে অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়। এ অভিযোগ প্রমাণ হলে এ আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এদিকে সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, অপহরণকারীরাই তাকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১