বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

ভুয়া বন্দুকযুদ্ধ

ভারতে সাত সেনা কর্মকর্তার যাবজ্জীবন

২৪ বছর আগে আসামে ভুয়া ওই এনকাউন্টারের ঘটনাটি ঘটেছিল ছবি: এনডিটিভি


ভুয়া বন্দুকযুদ্ধের ঘটনায় এক মেজর জেনারেলসহ সামরিক বাহিনীর সাত সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি সামরিক আদালত। ২৪ বছর আগে আসাম রাজ্যে ঘটনাটি ঘটেছিল বলে জানিয়েছে এনডিটিভি।

১৯৯৪ সালে আসামের তিনসুকিয়া জেলার ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মেজর জেনারেল একে লাল, কর্নেল টমাস ম্যাথু, কর্নেল আর এস সিবিরেন, ক্যাপ্টেন দিলিপ সিং, ক্যাপ্টেন জাগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিভেন্দর সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

একটি সামরিক আদালত তাদের এ দণ্ড দিয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ডিব্রুগড় ইউনিটের কয়েকটি সূত্র। আসামের সাবেক মন্ত্রী ও বিজেপি দলীয় নেতা জগদীশ ভূঁইয়া সামরিক বাহিনীর এসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

জগদীশ জানান, একটি চা বাগানের শীর্ষ নির্বাহীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১৯৯৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনসুকিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে নয় ব্যক্তিকে ধরে নিয়ে যায় সামরিক বাহিনীর সদস্যরা। তাদের মধ্যে পাঁচজনকে বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে হত্যা ও বাকি চারজনকে মুক্তি দেওয়া হয়। এরপর নিহতদের উলফার সন্ত্রাসী হিসেবে দাবি করে সেনাবাহিনী। ওই বছরই গৌহাটি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন জগদীশ ভূঁইয়া। গত ১৬ জুলাই সামরিক আদালতে এর বিচার শুরু হয় এবং ২৭ জুলাই বিচার শেষ হয়। গত শনিবার বিচারের রায় হয় বলে গত রোববার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি সূত্র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১