আপডেট : ১৫ October ২০১৮
বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করলে সবার আগে তার প্রতিবাদ করতেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সব সময় আর্জেন্টাইন তারকা মেসির প্রশংসা করা তারই স্বদেশী ম্যারাডোনা এবার আচমকা তাকেই সমালোচনার তীরে বিদ্ধ করেন। আর এ কারণে ম্যারাডোনাকে তীব্র আক্রমণ করল মেসির পরিবার। এর আগে মেসির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এক অদ্ভুত তথ্য দেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ম্যারাডোনা। তার দাবি, একটা ম্যাচ শুরুর আগে ২০ বার টয়লেটে যান মেসি। আর এমন একজনকে অধিনায়ক করাটা তার চোখে বোকামি। সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দল আর মেসিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন ম্যারাডোনা। তার মতে, ম্যাচ শুরুর আগে মেসির যে আচরণ তাতেই তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানোর জন্য যথেষ্ট। মেসির কাজিন হিসেবে পরিচিত ম্যাক্সি বিয়ানকুচ্চি ম্যারাডোনার মন্তব্যকে একেবারে ধুয়ে দিলেন। মাদক, মদ্যপানের নেশা থেকে নিজেকে মুক্ত করার জন্য এক সময় লড়াই করা ম্যারাডোনার মন্তব্য বিয়ানকুচ্চির কাছে একরমক ‘অজ্ঞতা’। মেসির মতো হতে না পারলেও ৩৪ বছর বয়সী বিয়ানকুচ্চি একজন পেশাদার ফুটবলার। প্যারাগুয়ের দ্বিতীয় ডিভিশনের রুবিয়ো নু ক্লাবে খেলেন তিনি। সে মেসির চাচাতো ভাই। বিয়ানকুচ্চি বলেন, ‘মেসির কৃতিত্বকে স্বীকার না করা অজ্ঞতা। খুব দুঃখের কথা, নেতা হিসেবে নিজের কৃতিত্বের কথা সগর্বে বলে বেড়ানো এমন একজন আরেকজন ফুটবলারকে নিয়ে এত খারাপ কথা বলতে পারলেন। তিনি মন্তব্যটা এমন একজনকে নিয়ে করেছেন, যে এখন সেরা ফুটবলার, হয়তো দীর্ঘদিন সেরা থাকবেনও।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১