বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

পার্বতীপুরে আল আমিন হত্যা মামলার আসামি গ্রেফতার


দিনাজপুরের পার্বতীপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার আসামী আসাদুজামান চঞ্চলকে (৪০)  গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  আজ সোমবার সকালে পুলিশ বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান চঞ্চল পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সহকারী কর্মকর্তা (ভাণ্ডার) হিসেবে কর্মরত রয়েছেন।

দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ৫ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট বাজারে চায়ের দোকানে আল আমিনসহ দুইজন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়।  গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়।  অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।  এ ঘটনায় আহত আরেকজন  মনজুরুল ইসলাম (৩৩) প্রায় এক মাস পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপরের দিনেই পার্বতীপুর মডেল থানায় নিহতের চাচা তোফাজ্জাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ ২১ জনকে আসামি করা হয়।  মামলার দুই নম্বর আসামি আসাদুজ্জামান চঞ্চল।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১