বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৮

মন্ত্রিসভায় সম্প্রচার আইন-২০১৮ খসড়া অনুমোদন

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগৃহীত ছবি


রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে নিয়মের মধ্য রাখতে ৭ সদস্যের কমিশন গঠনের বিধান রেখে সম্প্রচার আইন-২০১৮ ও গণমাধ্যমকর্মী চাকরি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সম্প্রচার আইন-২০১৮ নামে নতুন আইনটি করা হচ্ছে। দেশের সম্প্রচার ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত আইনে সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে, যার সদস্যদের নিয়োগ দেয়া হবে সার্চ কমিটির মাধ্যমে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

নতুন সম্প্রচার নীতিমালায় লাইসেন্স কিংবা নিবন্ধন প্রদানে নির্দেশনা প্রদানসহ সম্প্রচার মাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে কাজ করবে সম্প্রচার কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে। অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে। খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ, যোগ্যতা-অযোগ্যতা, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, পদপর্যাদা, পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বলে জানান তিনি।

সচিব আরো বলেন, গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকেরা শ্রমিক হিসেবে নয়, সংবাদকর্মী হিসেবে গণ্য হবেন। আইনে তাদের বাৎসরিক ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। আইন লঙ্ঘন করলে গণমাধ্যম মালিকের শাস্তিসহ সরকার কোনও কারণে গণমাধ্যম বন্ধ করে দিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১